আমি মাহমুদুল হাসান হৃদয়। অষ্টম শ্রেনীতে বৃত্তি, এসএসসি জিপিএ-৫, এইচএসসি গোল্ডেন(জিপিএ-৫), চীন সরকারের ফুল স্কলারশিপ নিয়ে টপ র্যাঙ্কিং Sichuan University থেকে Software Engineering এবং লন্ডনে University of Greenwich থেকে Data Science এ Master's পাশ করেছি। পেশাগত ভাবে আমি একজন তথ্যবিজ্ঞানি এবং উদ্যোক্তা। আমার দক্ষতা এবং প্যাশন ই-কমার্স ও মেশিন লার্নিং(AI) এ। আমি দেশে ও বিদেশের বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করার পাশাপাশি নিজ দেশে প্রতিষ্ঠা করেছি EasyDrop - Dropshipping Made Easy সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে দেশের প্রায় ৫০০ এর অধিক যুবকদের কর্মসংস্থান হয়েছে। আমি আমার মেধা, শিক্ষা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছি শুরু থেকেই এবং চাই এই স্বাধীন দেশ পুনর্গঠন করায় সরাসরি কাজ করতে। বাংলাদেশের যুবসমাজকে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে যোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা নিয়ে আমি কাজ করতে চাই। রাজনীতির বিকল্প কি আমি জানি না, আমি ক্ষুদ্র মানুষ। কিন্তু আইটি/কম্পিউটার সেক্টর এর বিকল্প হিসেবে আমি আছি।
কাজ করতে আগ্রহী
তথ্যপ্রযুক্তি, ব্যবসা
দক্ষতার ক্ষেত্র
তথ্যপ্রযুক্তি