আমি মোঃ আবদুল্লাহ সাঈদ খান, ঢাকা মেডিকেল থেকে এম বি বি এস, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমপিএইচ পাশ করে, এখন জাতীয় প্রতিষেধক এবং সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান (নিপসম) থেকে এমফিল (প্রিভেন্টিভ এবং সোস্যাল মেডিসিন) করছি। তদুপরি, এ বছর University of Oxford -এ ক্লিনিক্যাল মেডিসিন-এ ডিফিল করার সুযোগ পেয়েছি। আমার গবেষণার বিষয় হবে মেডিসিন-এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। আমি সরকারী চাকুরীতে আছি এবং আমি যদি ডিফিল-এ যেতে পারি এবং শেষ করতে পারি, তাহলে বাংলাদেশে ফিরে এসে, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত জ্ঞানের সমন্বয় করে যুগান্তকারী উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো। যেন উন্নত বাংলাদেশে পৃথিবীর সর্বত্র থেকে মানুষ উন্নত চিকিৎসা নিতে আসে।সম্প্রতি আমার ছোটে মেয়ে আমিনার চিকিৎসা করাতে গিয়ে দেখেছি যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেডিয়্যাট্রিক কার্ডিওসার্জারির বিশেষজ্ঞরা বিশ্বমানের সেবা তুলনামূলক অনেক কম মূল্যে প্রদান করছেন। সুতরাং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা সেই লক্ষ্যে নিয়ে যেতে পারবো, ইন শা আল্লাহ।
কাজ করতে আগ্রহী
স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
স্বাস্থ্য