Avatar

রাকিব হাসান অয়ন (প্রকৌশলী )

রেইথিওন

United States

আমি রাকিব হাসান অয়ন। বাংলাদেশে বুয়েট থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে আমেরিকা তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছি। এখন কাজ করছি রেইথিওন এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আমার অভিজ্ঞতা ওয়েব বেইজড এপ্লিকেশন ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এইসব এর উপরে। আমি কাস্টোমার দের সাথে কাজ করে কিভাবে ক্লায়েন্ট দের ম্যানুয়াল কাজ কে সফটওয়্যার এ নিয়ে আসা যায় সেই কাজে ট্রেনিং নিচ্ছি, এবং কিছু এক্সপেরিয়েন্স ও আছে। আলতু ফালতু এপ্স না, রিয়েল লাইফে মানুষের কাজে আসবে এমন সফটওয়্যার বানানো তে আলহামদুলিল্লাহ এক্সপেরিয়েন্স আছে কয়েকটা ফরচুন ৫০০ কম্পানিতে। কিভাবে একটি কঠিন সমস্যা কে প্রায়োগিক ভাবে কম্পিউটার এর এপ্লিকেশনে আনা যায় সেই বিষয়ে কাজ করতে আগ্রহী। দেশ স্বাধীন হলে সম্পুর্ন বিনামুল্যে নিজের সময়, মেধা আর শ্রম দিয়ে দেশ গড়তে আগ্রহী। অনলাইনে, প্রয়োজনে কয়েকবার দেশে গিয়ে কাজ করতেও আগ্রহী। রাজনীতির বিকল্প কি আমি জানি না, আমি ক্ষুদ্র মানুষ। কিন্তু আইটি/কম্পিউটার সেক্টর এর বিকল্প হিসেবে আমি আছি।

কাজ করতে আগ্রহী

তথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল, তথ্যপ্রযুক্তি