আমি, শাহরিয়া শারমিন, যুক্তরাষ্টের ইউনিভার্সিটি অফ কেন্টাকি (University of Kentucky )এর পদার্থবিজ্ঞান বিভাগে পিএইচডি করছি। আমি পিএইচডি দ্বিতীয় বর্ষে আছি। দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান Research collaboration করতে চায় যথাসাধ্য সাহায্য করবো। গণিত ও বিজ্ঞান (ফিজিক্স) শিখানোর ও মেন্টরিং এর অভিজ্ঞতা আছে।এই মুহুর্তে যেকোনো অনলাইনভিত্তিক বুদ্ধিভিত্তিক কাজে আমাকে ডাক দিতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো নিজের মাতৃভূমির জন্য নিজের অর্জিত জ্ঞান ব্যবহার করার।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান