Avatar

রাশেদুল ইসলাম রাজ (গবেষক )

কিউশু বিশ্ববিদ্যালয়

Japan

আমি জাপানে আসছি প্রায় ৩ বছর হলো। আল্লাহর রহমতে আমার পিএইচডি ডিগ্রি ও প্রায় কমপ্লিট। আমি দেশে যাওয়ার জন্যে কতটা উদগ্রীব সেটা আমার আশেপাশের সবাই জানে। বন্ধু , শুভাকাঙ্ক্ষী বা শিক্ষক যাদের সাথেই আমার যোগাযোগ হয়েছে সবাইকেই আমি বলেছি আমার প্রথম প্রায়োরিটি দেশে ব্যাক করা। তারপর অন্য কিছু ভাববো। অনেকেই পরামর্শ দিতেন আমি যেন না যাই, দেশে ভবিষ্যৎ নেই, কাজে সম্মান নেই, ইত্যাদি। কিন্ত, আমি সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞাবধ্য ছিলাম যে আমি দেশে যাবোই। সীমিত সামর্থ ও রিসোর্স দিয়ে যতটা পারা যায় কন্ট্রিবিউট করবো। কারণ, আমি বিশ্বাস করি যে দেশের জন্য কিছু করাটা আমার নৈতিক দায়িত্ব।। বর্তমান পরিস্থিতিতে দেশে যাওয়ার তাড়না আরো বেড়ে গিয়েছে। ইনশাল্লাহ সুদিন আসবেই।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান