আমি ডা. মো. তানভীর ইসলাম। একজন চিকিৎসক। ইউকের দুটি ইউনিভার্সিটি থেকে ফার্মাকোলজি এবং ক্যান্সার বায়োলজিতে মাস্টার্স করার পর এখন তিন নাম্বার ইউনিভার্সিটিতে নিউরোএন্ডোক্রাইনোলোজিতে স্ক্লারশিপ নিয়ে পিএইচডি করছি। ১০ বছরের মেডিকেল শিক্ষকতা জীবন। ৪ বছরের অন্ট্রোপ্রেনিউয়ারশিপ অভিজ্ঞতা। স্পার্ক অস্ট্রেলিয়া থেকে অন্ট্রোপ্রেনিউয়ার অব দ্য ইয়ার পেয়েছিলাম সেই ২০১৭ তে। শুরু করেছিলাম ডাক্তার বাড়ি প্রজেক্ট। দেশের প্রয়োজনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পলিসি মেকিং থেকে শুরু করে ইনোভেটিভ লার্নিং, চিপ হেলথ সার্ভিস - যে কোন কাজেই আমাকে লাগাতে পারেন। শুধু জানাবেন বাংলাদেশের জন্য কী করতে হবে।
কাজ করতে আগ্রহী
স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, ব্যবসা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান, স্বাস্থ্য