আমি ড. সাইফুল ইসলাম সোহান, গতমাসে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি। আমার সবসময় ইচ্ছা ছিল দেশের কাজে নিজেকে নিয়োজিত করার। কিন্ত পরিবার ও শুভাঙখীগণ সবসময়ই বলতো দেশের যে অবস্থা আসার দরকার নেই! আমি এখানে আমার বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবেও কাজ করেছি গত দুই বছর। আমার বিভাগ সামার ভেকেশনের পর শিক্ষক নিয়োগের মাধ্যমে আমাকে রেখে দেওয়ার কথা বলেছে। আমি এ দেশের নাগরিকত্ব নেওয়ার সকল শর্তও পূরণ করেছি। কাগজপত্র সব রেডি। কিন্ত দেশের এই পরিস্থিতি আর GenZদের সাহসিকতা আর উদ্যম আমার মোটিভেশন বাড়িয়ে দিয়েছে। আমি আমার একাডেমিক গবেষণার সামান্য অভিজ্ঞতা দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশে ফিরতে চাই।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা, নীতিমালা
দক্ষতার ক্ষেত্র
সামাজিক বিজ্ঞান