আমি জান্নাত সৈকত, Software QA Engineer হিসেবে কাজ করছি Estee Lauder এ। আর 50+ বাংলাদেশীদের নিজে ট্রেনিং করিয়ে ইউএসএ'র প্রথম সারির কোম্পানিগুলোতে Software QA Engineer হিসেবে জব পাইয়েছি। আমি দেখেছি আমাদের দেশের তরুণরা কত মেধাবী এবং একটু গাইডলাইন আর সাপোর্ট পেলে তারা কত কিছু করতে পারে। ইউএসএ'র কোম্পানিগুলোর যে কাজগুলো দেশের বাইরে যায় তার যে নিতান্ত ক্ষুদ্র অংশ বাংলাদেশে যায় সেটা আমাকে পীড়া দেয়। আমরা পারি এই অংশটাকে বাড়াতে। নিজের দেশের জন্যে কোন অবদান রাখার যদি কোন সুযোগ আসে এই বিলাসিতা নিরাপত্তার জীবন রেখে বিনা বেতনে কাজ করতে কখনোই দ্বিতীয়বার চিন্তা করব না। আর যদি সুযোগ না আসে নিজের সাধ্যমত সুযোগ সৃষ্টি করে দেশের মানুষগুলোর জন্য দেশে কিংবা প্রবাসে কাজ করে যাব আমরণ।
কাজ করতে আগ্রহী
তথ্যপ্রযুক্তি
দক্ষতার ক্ষেত্র
তথ্যপ্রযুক্তি