Avatar

ওবায়দুর রহমান (গবেষক)

ইউটাহ বিশ্ববিদ্যালয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

United States

আমি ওবায়দুর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের University of Utah তে Graduate Research Assistant হিসেবে কাজ করছি Utah Remote Sensing Application (URSA) ল্যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ২০১৮ এর কোটা আন্দোলনে সক্রিয় অংশ্রগ্রহণ করেছিলাম এবং হলে থাকার কারনে ছাত্ররাজনীতির ভয়াবহ রূপ প্রতিনিয়তই দেখতাম। আমার ক্যারিয়ার শুরু করি University of Oxford, UK এর রিসার্চ প্রজেক্টে একজন GIS Data Analyst হিসেবে, কাজ করেছি Mahidol Oxford Tropical Medicine Research Unit (MORU), Thailand এর একজন GIS Specialist হিসেবে, পরবর্তীতে UNDP, BDRCS, SEACTN, A2i, SuperMap সহ আরো অনেকগুলো দেশীয়/আন্তর্জাতিক সংস্থায় GIS and Remote Sensing Data Analyst/Consultant হিসেবে কাজ করেছি। সর্বশেষ বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের National Consultant (Geographic Information System) হিসেবে কাজ করেছি। GIS Data Analysis, Remote Sensing, Data Simulation, Mapping, Planning and Development বিষয়ে আমার কাজের অভিজ্ঞতা অনেক দিনের। যদি আমার এক্সপেরিয়েন্স আছে (GIS and Remote Sensing) এমন কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো ছাত্র/ছাত্রী internship/student exchange/Research collaboration/job opportunity/Scholarship opportunities specifically scholarships in United States 🇺🇸 পেতে চায় তাহলে সাহায্য করবো। আপনার যদি কোন সাহায্যের প্রয়োজন হয়, যে কোন সময় আমাকে নির্দ্বিধায় Message করতে পারেন।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান