আমি ডা: আলিম আল রাজি। ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে গ্রেজুয়েশন করে University of Nottingham থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছি এবং বর্তমানে NHS এর অধীনস্থ স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান AHCS( Academy for healthcare Science ) এর একজন Registered Clinical Research Practitioner হিসাবে Queen's Medical Centre এ কর্মরত । আমার অভিজ্ঞতা থেকে বিদেশে উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ক যেকোন প্রয়োজনে স্টুডেন্টদের গাইড করে আসছি এবং সামনেও করতে ইচ্ছুক।এছাড়াও আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে বৈষম্যহীন করতে কাজ করবো, যেন একটা মানুষকে চিকিৎসার জন্য ভুগতে না হয়, নতুন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ধনী-গরীবের কোন ভেদাভেদ যেন না থাকে।
কাজ করতে আগ্রহী
স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা
দক্ষতার ক্ষেত্র
স্বাস্থ্য