Avatar

সাদাত হুসেইন (প্রকৌশলী)

ইউকে পাওয়ার নেটওয়ার্কস

সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন

United Kingdom

আমি সা-আদাত হুসেইন। ঢাকার আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (EEE) ২০০৭ সালে পাস করে দেশে সাড়ে তিন বছর (২০০৯-২০১২) PDB আর PGCB er পাওয়ার প্লান্ট আর সাবস্টেশন প্রজেক্ট এ কর্মরত ছিলাম। এরপরে UK তে আমি ২০১৩ সালে সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পাওয়ার সিস্টেম এন্ড এনার্জি ম্যানেজমেন্টে ডিস্টিকশন এ মাস্টার্স সম্পন্ন করি। মাস্টার্স শেষেই আমি UK এর সবচেয়ে বড় ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন গ্রিড কোম্পানি UK Power Networks তে ২০১৪ সালে প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দেই। গত ১০ বছর যাবত আমি একজন স্পেশালিস্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এই কোম্পানি তে। এর মধ্যে ২০২২ সালে ৬ মাস একটি Renewable জেনারেশন ডেভেলপার কোম্পানিতে টেকনিকাল ডিরেক্টর পসিশন এও কাজ করেছি। ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর থেকে আমি UK পাওয়ার নেটওয়ার্কস এ মেজর কানেকশনস ডিপার্টমেন্ট এ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার পদে যোগ দিবো যেখানে আমি আমার ৫-৬ জন প্রজেক্ট ম্যানেজার এর টিম কে লিড করবো। গত ১০.৫ বছরে আমি অসংখ্য হাই ভ্যালু লার্জ ক্রিটিকাল ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিসিটি কানেকশন প্রজেক্ট লিড করেছি যেমন ডাটা সেন্টার, লার্জ রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল ডেভেলপমেন্ট, সোলার, উইন্ড, টেসলা এর ব্যাটারী স্টোরেজ জেনারেশন, ইলেকট্রিক ভেহিকল চার্জিং পয়েন্ট, হসপিটাল, স্টেডিয়াম, নেটওয়ার্ক রেল, নেটফ্লিক্স এবং আমাজন এর ইলেকট্রিসিটি কানেকশন ইত্যাদি। গত ১০.৫ বছরে আমি ২১ টি হাই ভ্যালু প্রজেক্ট ডেলিভারি কমপ্লিট করেছি এবং বর্তমানে আরো ১৭ টি রানিং প্রজেক্ট লিড করছি। ওভারঅল ভ্যালু এইসব প্রজেক্ট এর অলমোস্ট £২০০ মিলিয়ন এর রেভিনিউ উইথ মার্জিন এর কাছাকাছি। এর বাইরে আমি পার্ট টাইম কন্সালটেন্সি করে থাকি গাইডেপয়েন্ট এ। আমার লিঙ্কডিন প্রোফাইল এর লিংক দিয়ে দিলাম ওখানে আরো ডিটেইলস দেয়া আছে। আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট ছাড়াও স্মার্ট গ্রিড ডেপ্লয়মেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট পলিসি এন্ড স্ট্যান্ডার্ড, ৪০০কেভি থেকে ১১কেভি নেটওয়ার্ক প্লানিং এন্ড ডিসাইন, কস্ট এন্ড এস্টিমেট এনালাইসিস, স্টেকেহোল্ডার ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, CDM ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতা আছে। আমি ন্যাশনাল গ্রিড এর সাথেও রেগুলার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ইন্টারফেইস নিয়ে কাজ করছি। আমি আমার UK এর কাজের অভিজ্ঞতা বাংলাদেশে শেয়ার করতে চাই স্পেশালি বাংলাদেশে এনার্জি সেক্টর এ renewable জেনারেশন এর অনেক ওপরটিউনিটি আছে এবং স্মার্ট গ্রিড এর এপলাই করে বাংলাদেশে বিদ্যুৎ সেক্টর আরো আধুনিকয়ন করা সম্ভব। আমি আমার শতভাগ অনেস্টি দিয়ে দেশের উন্নয়ন এ অবদান রাখতে চাই। আমি কোনো রিমুনারেশন ছাড়া কন্সালটেন্সি করে অবদান রাখার ইচ্ছা পোষণ করি যখনি আমার স্পেয়ার টাইম থাকবে। https://www.linkedin.com/in/saadat-hussain-msc-miet-mapm-0386a171

কাজ করতে আগ্রহী

প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল