Avatar

অনিরুদ্ধ অধিকারী (প্রকৌশলী)

গভটেক (সিঙ্গাপুর)

লন্ডন বিশ্ববিদ্যালয়

Singapore

আমার একটা স্বপ্ন পুষে রেখেছি অনেকদিন। স্বপ্নটা হল, গভটেক বাংলাদেশ।দুর্বল, অনিরাপদ, পঁচে যাওয়া সরকারি সিস্টেমগুলোকে সিস্টেমিক্যালী ঠিক করবে। এখানে ইঞ্জিনিয়ার, সিনিয়র আর্কিটেক্ট সবই থাকবে। টেন্ডার বেসিসে কাজ দেওয়া হলেও স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। দুর্দান্ত গভটেক ইঞ্জিনিয়ার যুক্ত হবেন augmented টিম টেন্ডার পাওয়া কোম্পানির সঙ্গে। দায়বদ্ধতা থাকবে। গভটেক ইঞ্জিনিয়ার টিমকে ভালো, টেকসই প্রোডাক্ট বানাতে এগিয়ে নেবেন। - সব মন্ত্রণালয় আর প্রতিষ্ঠানের আইটি প্রধান ও গুরুত্বপূর্ণ টেক পজিশনের লোকেরা গভটেক এর ইন্ডাকশন নিয়ে, কালচার নিয়ে যাবেন নতুন করে ডিজিটাল সার্ভিস গড়তে। - কেন্দ্রীয়ভাবে কিছু সরকারি ডিজিটাল সার্ভিস মেইনটেইন করা হবে, যেটা সব সরকারি অফিসার ব্যবহার করতে পারবেন। যেমন ফরম, ইমেইল, চ্যাট, ভিডিও কলিং। - নিরাপদ সরকারি ইন্ট্রানেট চালু হবে। সকল নাগরিক তথ্য সম্বলিত মেশিনে ডাটা লস প্রিভেনশন থাকবে। সরকারি অফিসারদের SSO থাকবে, বিপদ এড়ানোর জন্য সেন্ট্রাল একাউন্ট ম্যানেজমেন্ট। - (এডিট, লিখতে ভুলেই গেলাম) রিক্রুটমেন্ট হবে বাংলা বা সাধারণ জ্ঞানে না, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট দিয়ে। আমার লিস্ট অনেক বড়। আজকে আমার অফিসের ইমেইল লিখতে গিয়ে .gov.sg বার বার .gov.bd হয়ে যাচ্ছিল। দেশে এসে দেশ গড়তে মন চাচ্ছে। সত্যিকার ডিজিটাল সার্ভিস। কাজ না করা ন্যাংটা ওয়েবসাইট না।

কাজ করতে আগ্রহী

তথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

তথ্যপ্রযুক্তি