আমি Pushpita Kundu Jui (CSE, BUET; MBA, IBA DU). বর্তমানে আয়ারল্যান্ড এ কর্মরত। আমি একাডেমিক পারসন না। কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট, আন্ডার প্রিভিলেজড এবং মেন্টাল হেলথ নিয়ে এক্টিভলি কাজ করেছি এবং করে যাবো। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি অঙ্গীকার করছি, আমার মেধা ও শিক্ষা দিয়ে দেশের জন্য কোন কাজে আসতে পারলে সেই সুযোগ গ্রহণ করব। সেজন্য আমার বিদেশের মতো লাক্সারি দরকার নাই। শুধু দুর্নীতির বাধামুক্ত চেঞ্জ কে মেনে নেয়ার মাইন্ডসেট ই এনাফ। দেশে ফেরার জন্য আজ ই আমি এক পায়ে খাড়া যদি মিনিংফুল কিছু করার সুযোগ পাওয়া যায়। জ্ঞান এর দিক থেকে ব্রাইটেস্ট মাইন্ড না হলেও সাহসের কোন কমতি আমার নেই তা আমি জানি।এই মুহুর্তে যেকোনো অনলাইনভিত্তিক বুদ্ধিভিত্তিক কাজে আমাকে ডাক দিতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো নিজের মাতৃভূমির জন্য নিজের অর্জিত জ্ঞান ব্যবহার করার। আমি প্রতিজ্ঞা করছি সুযোগ পেলে বিদেশে অর্জিত জ্ঞানকে দেশের উন্নয়নের হাতিয়ান হিসেবে ব্যবহার করবো এবং আজীবন দেশের মানুষের কল্যানে কাজ করে যাবো।
কাজ করতে আগ্রহী
নীতিমালা, স্বাস্থ্য
দক্ষতার ক্ষেত্র
ব্যবসা