Avatar

মোহাম্মদ মহাব্বুল্লা মহিব (গবেষক)

মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়

লিসবন বিশ্ববিদ্যালয়

Germany

আমি, মোহাম্মদ মহাব্বুল্লা মহিব, জার্মানির মার্টিন লুথার ইউনিভার্সিটির জুলিয়াস বার্নাস্টাইন ইন্সটিটিউট ফর ফিজিওলজিতে একজন পিএইচডি শিক্ষার্থী। আমি আমার পিএইচডির শেষলগ্নে আছি। বিগত ৪ বছর আমি রিসার্চ অ্যাসিটেন্ট হিসেবে আছি জার্মানির জুলিয়াস বারন্সটাইন ইন্সটিটিউট ফর ফিজিওলজিতে। আমার রিসার্চ টপিক হচ্ছে হেপাটিক ডিসফাংশন নিয়ে। তার আগে পর্তুগালে ইউনিভার্সিটি অফ লিসবন-এ বায়োফার্মাস্যুটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি যেখানে আমার গবেষণার বিষয়বস্তু ছিলো “লিভার ক্যান্সার”। গত ১০ বছর ধরে আমি লিভার নিয়ে কাজ করি এবং এই বিষয়ে আমার ২০+ গবেষণাপত্র আছে। আমি মূলত হ্যাপাটাইটিস এবং হিয়োম্যান ম্যাটাবলিজম নিয়ে কাজ করি। আমার গবেষণা জীবনে আমি অনেক নামীদামী বিজ্ঞানীর সাথে পরিচিত হই এবং তাদের সাথে আমি বিভিন্ন কোলাবোরেশান করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এদের সাথে কোলাবোরেশানের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখার ইচ্ছা পোষণ করি। বাকিরা যারা দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন আমি তাদের মত জ্ঞানী নই। তবে আমার সীমিত গবেষণার অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়নে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রাখতে চাই। আল্লাহ আমাদের সহায় হোন।

কাজ করতে আগ্রহী

বিজ্ঞান,স্বাস্থ্য

দক্ষতার ক্ষেত্র

স্বাস্থ্য, বিজ্ঞান