বর্তমানে Sustainable Drug Discovery তে মাস্টার্স করছি। Erasmus Mundus Joint Masters er বদৌলতে প্রতি সেমেস্টার ইউরোপের ভিন্ন একটি দেশে করার সুযোগ পেয়েছি। প্রথমে বেলজিয়াম, এখন পোল্যান্ড ও এরপর নেদারল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি। দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান student exchange/ Research collaboration করতে চায় সাহায্য করবো। এর আগে দেশে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসে ভলেন্টিয়ার ও একাডেমিক মেম্বার হিসেবে কাজ করেছি। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ক্যাম্পে বায়োলজি ক্লাস নিয়েছি।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান, স্বাস্থ্য