Avatar

মোহাম্মদ ইমরান হোসেন (গবেষক )

রবার্ট মরিস বিশ্ববিদ্যালয়

ওয়েস্ট ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়

United States

আমি একজন সাংবাদিক, শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক। আমার গবেষণার মূল বিষয় হাইব্রিড ওয়ার ফেয়ার ও ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ও মাষ্টার্স শেষে দ্বিতীয় মাষ্টার্স করেছি ন্যাশনাল সিকিউরিটি ষ্টাডিজের উপর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিটি ইউনিভার্সিটি থেকে । বর্তমানে যুক্তরাষ্ট্রের রবার্ট মরিস ইউনিভার্সিটিতে ইনফরমেশন সিসটেম ও কমিউনিকেশনে পিএইচডি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমানে শিক্ষকতা করছি ওয়েষ্টার্ন ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে। আমার রয়েছে ১৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, ৭ বছরের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট হিসেবে কাজ করবার অভিজ্ঞতা। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলে রাজনৈতিক অঙ্গনে সরাসরি ভূমিকা রাখতে চাই। বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও শিক্ষানীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে চাই। নতুন দিনের রাজনীতিতে অংশ নিতে চাই ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ হবে সাম্য , মানবাধিকার ও সামাজিক সুবিচারের বাংলাদেশ। যে বিকল্প নাই বলে দেশের কিছু মানুষ এখনও হাহুতাশ করে, সেই বিকল্প হতে চাই। আমি বিশ্বাস করি আমার মত আরও অনেকে এই বিকল্প গড়ে তোলার কাজ করতে পারবে। বিকল্পের কোন অভাব বাংলাদেশের হবে না। যেই বিকল্প আছে কিনা বলে প্রশ্ন করবে, তাকেই দেখিয়ে দেবো যে আমি আর আমরাই বিকল্প। ইনশায়াল্লাহ আলো আসবেই।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

সামাজিক বিজ্ঞান