Avatar

সজল আহমেদ (প্রকৌশলী)

কয়েনডেক্স

Germany

আমি, সজল আহমেদ, জার্মানির North Rhine-Westphalia প্রদেশে বাস করি। আমি ২০২২ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে জার্মানিতে পাড়ি জমিয়েছি। দেশের যেকোনো প্রয়োজনে, আমি দেশে ফিরে আসবো, দেশের মানুষকে এক নতুন প্রযুক্তি সমৃদ্ধ দেশ উপহার দিবো আধুনিক টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। আমার সাথে একাডেমিয়া, ইন্ডাস্ট্রির অনেক বিজ্ঞানী, গবেষক ব্যক্তিগতভাবে পরিচিত। তাদের জ্ঞানকেও আমি দেশের প্রয়োজনে কাজে লাগাতে পারবো, কোলাবোরেশান এর মাধ্যমে। আমার লক্ষ্য একটাই -- দেশকে গবেষণার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্তের শুরু করা। যা দেশের ৫৩ বছরের ইতিহাসে কখনো শুরুই হয়নি। প্রযুক্তি বলতে আমাদের দেশের বর্তমান আমলারা যা বুঝে সেটা নিহায়েত অপ্রযুক্তি, যা উন্নত দেশের বর্তমান প্রযুক্তি থেকে অনেক বছর পিছিয়ে। আমার কাছে প্রযুক্তি মানে গবেষণালব্ধ ফলাফল, যা উন্নত দেশগুলো এডাপ্ট করেছে মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করার লক্ষ্যে।

কাজ করতে আগ্রহী

তথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

তথ্যপ্রযুক্তি