Avatar

শাম্মা জাবীন (গবেষক)

ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়

United States

আমি, শাম্মা জাবীন, দি ওহাইও স্টেট ইউনিভার্সিটি-এর একজন পিএইচডি শিক্ষার্থী। আমার পিএইচডির শেষের দিকে আছি। আমি রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এলামনি। দেশে থাকতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এ বাঁধন কবি সুফিয়া কামাল হল ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম এবং আমার ৪ বছরের লিডারশীপ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে আমি দি ওহাইও স্টেট ইউনিভার্সিটি তে রসায়নের একজন পিএইচডি ক্যান্ডিডেট এবং এখানে আমার একটি মাস্টার্স আছে কেমিস্ট্রিতে, ২ বছরের টিচিং এক্সপেরিয়েন্স আছে আন্ডারগ্র‍্যাড এবং গ্র‍্যাড লেভেলে ল্যাব ও লেকচার ক্লাস পরিচালনা করার। আমি এখন পর্যন্ত অনেক বাংলাদেশী শিক্ষার্থীকে মেন্টর করেছি ইউএসএ তে উচ্চশিক্ষার ক্ষেত্রে। আমার স্বপ্ন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক শিক্ষাক্রমের সাথে তাল মিলিয়ে গবেষনামূলক পড়াশোনা করতে পারবে নিজের দেশে এবং নিজের মেধা ও পড়াশোনাকে কাজে লাগাবার সুযোগ পাবে নিজ দেশেই, দেশের যেকোন প্রজেক্টে দেশের মেধাকে সর্বোচ্চ কাজে লাগানো হবে বিভিন্ন আন্তর্জাতিক কোলেবরেশন এর মাধ্যমে যেন আমাদের বিশ্ববিদ্যালয় গুলোর গবেষণার মান উন্নত হয়। দাবি শুধু একটাই, প্রতিনয়ত শিক্ষা ও গবেষণার বাজেট বাড়াতে হবে নতুন অর্থ বছরগুলোতে, পেনশন স্কিম নিড্স টু বি দা সেকেন্ড প্রায়োরিটি ইফ নট লাস্ট। আমার জায়গা থেকে যত ধরনের একাডেমিক সাপোর্ট দেয়া সম্ভব, কারিকুলাম বা সিলেবাস তৈরি থেকে শুরু করে ক্লাসরুমে পাঠদান পদ্ধতি উন্নয়ন পর্যন্ত যে ধরনের সাপোর্ট প্রয়োজন, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব দেয়ার, সেটা স্বশরীরে প্রয়োজন হলে আমি সেটাই করব।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

রসায়ন