Avatar

ডাঃ ওরাকাতুল জান্নাত (চিকিৎসক)

সেন্ট্রো এসকোলার বিশ্ববিদ্যালয়

Philippines

আমি ডাঃ ওরাকাতুল জান্নাত। পেশায় একজন ডেন্টাল সার্জন। ফিলিপিন থেকে ডেন্টালের স্পেশালাইজড ব্রাঞ্চ অর্থোডন্টিকসে এম এস করেছি (২০১৫- ২০২০)। এই ডিগ্রীর কারনে বিদেশের মাটিতে ভালো চাকুরীর অফার, ফিলিপিনসে পার্মানেন্ট রেসিডেন্সি থাকা স্বত্বেও দেশের টানে, দেশের মায়ায় ২০২৩ সালে ফিরে এসেছিলাম নিজের দেশের মানুষের সেবায় মনোনিবেশ করতে। গতো একবছরে বেশ কিছু কারনে, বিভিন্ন ধরনের হয়রানীর কারনে মনের মধ্যে চরম হতাশা কাজ করছিলো দেশে থাকা নিয়ে (কোন একদিন হয়তো সব বলবো)। তার উপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের কাছ থেকে লাগাতার কথা শুনতে হয়েছে, “ কি বোকা! এরকম সুযোগ রেখে কেউ ফেরত আসে? একসময় দেশে আসা নিয়ে আফসোস করবা”। পারিপার্শ্বিক সবকিছু মিলেয়ে বারবার মনে হচ্ছিলো দেশে আসার সিদ্ধান্তটা হয়তো সময়োপযোগী হয়নি। ছাত্রদের এই আন্দোলনে আবারও টের পেলাম এই দেশটাকে কি প্রচন্ড পরিমানেই না ভালোবাসি। দু/র্নীতি, লুট/পাট আর মিথ্যে হয়রানীর এই ট্রেডিশনে যদি পরিবর্তন আসে তবে সবার সাথে আমিও দেশ গড়ার কাজে সর্বস্ব নিয়ে এগিয়ে আসবো ইনশাআল্লাহ।

কাজ করতে আগ্রহী

স্বাস্থ্য

দক্ষতার ক্ষেত্র

স্বাস্থ্য