Avatar

রিয়াদ মজুমদার (প্রকৌশলী)

Microsoft

China

আমি রিয়াদ, Microsoft 365 এর Senior Technical Support Engineer (Tier-3), হিসেবে কর্মরত আছি। আমি গত পাঁচ বছর দেশী, বিদেশী কোম্পানির সাথে তথ্যপ্রযুক্তির উপর কাজ করেছি। Cloud Computing, Enterprise Mobility & Security, IT infrastructure, Networking নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি অঙ্গীকার করছি, আমার দেশের​ ও বিদেশের​ একাডেমিক, রাজনৈতিক​ ও প্রফেশনাল​ অভিজ্ঞতা ও লিডারশিপ দিয়ে দেশের জন্য কোন কাজে আসতে পারলে প্রয়োজনে বিনা পারিশ্রমিকে সেই সুযোগ গ্রহণ করব। আমার অভিজ্ঞতা ও ব্যাকগ্রাউন্ড​ LinkedIn Profile এ দেয়া আছে: https://www.linkedin.com/in/md-reyad-hossain-cse/

কাজ করতে আগ্রহী

তথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

তথ্যপ্রযুক্তি