Avatar

হাবিবুর রহমান অনিক (গবেষক)

জর্জিয়া বিশ্ববিদ্যালয়

নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়

United States

আমি, হাবিবুর রহমান অনিক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ জর্জিয়া (University of Georgia, Athens) তে ম্যাটেরিয়াল সাইন্সে পিএইচডি করছি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে ব্যাচেলর শেষ করি। তারপর University of New Haven, Connecticut এ পিএইচডিতে এক সেমিস্টার পার করি যেখানে নিজের পড়াশোনার পাশাপাশি এখানে Undergrad স্টুডেন্টদের কিছু ল্যাব কোর্সের ক্লাস নেই। আমি এখন University of Georgia তে পিএইচডি প্রথম বর্ষে আছি। দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান Research collaboration করতে চায় যথাসাধ্য সাহায্য করবো। দেশের অন্যতম অগ্রগামী সেক্টর টেক্সটাইলের এবং ম্যাটেরিয়াল সাইন্সে গবেষণার ক্ষেত্রে সকল প্রকার শিখানোর ও মেন্টরিং এর জন্য সর্বদা তৎপর থাকব।এই মুহুর্তে যেকোনো অনলাইনভিত্তিক বুদ্ধিভিত্তিক কাজে আমাকে ডাক দিতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো নিজের মাতৃভূমির জন্য নিজের অর্জিত জ্ঞান ব্যবহার করার। আমাকে যদি কখনো দেশে শিক্ষকতা কিংবা কোনো রিসার্চ কোলাবরেশনের জন্য দেশে ডাকা হয়, আমি সর্বোচ্চ আগ্রহের সাথে যোগদান সচেষ্ট থাকবো ইন শা আল্লাহ! একজন স্নাতকোত্তর শিক্ষার্থী এবং একজন গবেষক হিসেবে দেশের প্রতি ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক চর্চাকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকবো। আমার একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে আমি বাংলাদেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রের প্রচলিত সমস্যাগুলো মোকাবিলা করতে চাই। এই চ্যালেঞ্জিং সময়ে, আমার শহীদ ভাইদের প্রতি এবং ন্যায়বিচার ও সমতার পক্ষে কথা বলা প্রতিটা মানুষের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আপনাদের সাহস এবং ইনসাফ সবসময় সততার সাথে নেতৃত্ব দেওয়ার প্রতি আমার সংকল্প আরও দৃঢ় করেছে। আমার চূড়ান্ত লক্ষ্য হলো এমন সংগঠনগত পদ্ধতিতে দেশের বিকাশ করা যা গুরুত্বপূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলোকে কার্যকরভাবে সমাধান করবে, যাতে বিশ্বের মঞ্চে সমস্ত বাংলাদেশীদের কণ্ঠ শোনা এবং সম্মান করা হয়। একসাথে, আমরা এমন একটি জাতি গঠনে কাজ করতে পারি যা স্বচ্ছতা, ন্যায়বিচার এবং সমতার প্রতীক হয়ে দাঁড়াবে।

কাজ করতে আগ্রহী

প্রকৌশল, শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান