Avatar

এহসান সানি (গবেষক)

ইন্সটিটিউট অফ কেমিক্যাল রিসার্চ, কাতালুনিয়া

গ্রেনোবল ইন্সটিটিউট অফ টেকনোলজি

Spain

স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কাজে আসতে চাই। আমি, এহসান সানি, ফ্রান্সের Grenoble Institute of Technology থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে স্পেনের একটি রিসার্স ইন্সটিটিউট এ কর্মরত আছি। আমার রিসার্চ এক্সপেরিয়েন্স এমবেডেড সিস্টেম ও হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে। এর আগে দেশে আমি বিভিন্ন রোবোটিক্স ট্রেইনিং ও ওয়ার্কশপ এর সঙ্গে যুক্ত ছিলাম। মাস্টার্স এ অধ্যয়নকালীন আমি বিভিন্ন হার্ডওয়্যার সিকিউরিটি ও এটাকের সাথে পরিচিত হই। সাইবার স্পেস সিকিউরিটি, বিভিন্ন ধরনের এটাক ও এর ডিফেন্স সিস্টেম নিয়ে আমার গবেষণা।

কাজ করতে আগ্রহী

তথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল, তথ্যপ্রযুক্তি