Avatar

নুরুল আহাদ চৌধুরী (গবেষক)

ওকলাহোমা স্টেট বিশ্ববিদ্যালয়

United States

আমি নুরুল আহাদ চৌধুরী। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এ পিএইচডি করছি। এর আগে আমি দেশে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা ও শিক্ষকতা করেছি। দেশের বাইরে থেকে যদি কখনও কোন সুযোগ আসে এই গনঅভ্যুত্থানের অংশ হওয়ার তাহলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবো। দেশে আসা না হলেও দেশের বাইরে থেকেও অনেকভাবে হয়তো নতুন বাংলাদেশের জাগরনে ছোট ভুমিকা রাখার সুযোগ আসবে। আমি এখনো আমার পিএইচডির ১ম বর্ষে আছি। আমার গবেষণার বিষয় হচ্ছে Decision Making in Crisis. এবং আমি Firefighter Safety and Decision Making নিয়ে রিসার্চ করছি। হয়তো দেশের বাইরে থেকে হলেও নানাভাবে এই বিষয়ে অবদান রাখা সম্ভব। এছাড়াও কখনো যদি কিছু করা সম্ভব হয় দেশের কল্যানে এই আশায় থাকবো।

কাজ করতে আগ্রহী

প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল