Avatar

মীর ইমতিয়াজ মোস্তাফিজ নাভেদ (গবেষক)

পারডু বিশ্ববিদ্যালয়

United States

গবেষণার তেমন প্রফাইল আমার নাই, অন্যদের তুলনায় স্কিলসেট কম। তবে সুযোগ পেলে প্রথম যে কাজ টা করতাম, সেটা হল বাংলাদেশের যেই গারবেজ মার্কা গণিত পাঠ্যপুস্তক গুলা আছে, সেগুলা সব ফালায় দিয়ে নিজে নিজে ৬ষ্ঠ- ১০ম শ্রেণীর সব গণিত (উচ্চতর সহ) গুলা লিখতাম, কনটেন্ট অনুশীলনী তত্ত্ব সব কিছু দিয়ে। আর আর একদম ই কিছু না পারলে সে কাজ টা করতাম , সেটা হল Grand Prairie, TAMU থেকে পিএইচডি করা আরাফাত এর মত জ্ঞানপাপী না হয়া।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল