আমি, অনুভা অনন্যা, যুক্তরাষ্ট্রের School of Earth and Space Exploration at ASU তে Planetary Science এ পি.এইচ.ডি করছি। আমি St. Lawrence University থেকে Geology এবং Anthropology তে ব্যাচেলর্স করে বর্তমানে একজন National Science Foundation (NSF) Graduate Research Fellow ও NASA - National Aeronautics and Space Administration Future Investigator হিসেবে Planetary Science বিষয়ে পি.এইচ.ডি করছি। আমার বিষয়সমূহে আগ্রহী যেকোন ছাত্রছাত্রীকে যেকোনভাবে সাহায্য করতে আমি প্রস্তুত। যদি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান student exchange/ Research collaboration করতে চায় সাহায্য করবো। দেশে মহাকাশ বিজ্ঞান চর্চা সম্প্রসারিত করার অন্যান্য পন্থা খুঁজতেও আমি ইচ্ছুক এবং আপনাদের মতামত/উপদেশ জানতে আগ্রহী।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান