আমি একজন টেকনিক্যাল লিড হিসেবে মালয়েশিয়ান একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে কর্মরত আছি। আমি অঙ্গীকার করছি, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য কোনো কাজে আসতে পারলে সেই সুযোগ গ্রহণ করবো। যেকোনো ধরনের আনপেইড কনসালটেন্সি বা প্রজেক্টে হেল্প করতে বা নতুনদের আমার ফিল্ডে ট্রেইন করতে সাহায্য করবো। আমি কাজ শুরু করি 2017 থেকে। কয়েকটি কোম্পানিতে বিভিন্ন ডোমেইন নিয়ে কাজ করায় অনেক কিছু নিয়ে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়েছে। আমার টেকনিয়াল স্কিল এর কয়েকটি নিচে দেওয়া হলো। এগুলো ছাড়াও আমি ক্যারিয়ার টিপস দিয়েও সহায়তা করতে পারবো ইনশাআল্লাহ।
PHP, LARAVEL, Vanilla JS, ReactJS, NextJS, VueJS, MySQL, REST API, CI/CD, AWS, VPS, Fintech, Shopify, OOP, VPS, Apache, NginX
কাজ করতে আগ্রহী
তথ্যপ্রযুক্তি
দক্ষতার ক্ষেত্র
প্রকৌশল