Avatar

এস এম আব্দুল্যাহ্ আল সাবির (প্রকৌশলী)

তালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি

Estonia

আমি, এস এম আব্দুল্যাহ্ আল সাবির, TalTech - Tallinn University of Technology থেকে ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর সম্পন্ন করে বর্তমানে ইউরোপীয়ান ইউনিয়ন নিয়ন্ত্রিত প্রোজেক্ট এ সফটওয়্যার ডেভলপার হিসেবে কর্মরত আছি। সফটওয়্যার ডেভলপার হিসেবে ২ বছর ধরে কর্মরত আছি। ইউনিভার্সিটির রিসার্চ ল্যাবের সাথে কোলাবরেশন করার অভিজ্ঞতা। আমার এই ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা যদি কারো কাজে লাগে, দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি দেশের কোনো প্রতিষ্ঠানের রিসার্চ ভিত্তিক সফটওয়্যার প্রোটটাইপ, জুনিয়রদের প্রোগ্রামিং, ক্যারিয়ার অথবা উচ্চশিক্ষা বিষয়ক কোন মেন্টরশিপ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেস্টা করব।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল