Avatar

সিরাজুম মুনিরা রুমি (গবেষক)

সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়

Canada

বাংলাদেশ নিয়ে কাজ করার অনেক অনেক ইচ্ছা। আমার ক্ষুদ্র জ্ঞান এবং অভিজ্ঞতা যদি দেশের কাজে আসে তাই শেয়ার করছি আপনাদের সাথে: (কোন ক্ষেত্রে কাজে সহযোগিতা করতে আগ্রহী? আমার বাংলাদেশে নতুন করে চাকরি করার কোন ইচ্ছা নেই আপাতত। আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কিভাবে শিক্ষা এবং গবেষণার মানকে বিশ্বমানের করা যায় সেটা নিয়ে কাজ করতে আগ্রহী। যারা এক্সপার্ট লেভেল এ কাজ করেন তাদের সাথে আমার কাজের মিল থাকলে এবং তারা আগ্রহী থাকলে Collaboration এর মাধ্যমে কাজ করতে ইচ্ছুক।) পেশা: লেকচারার, ডিপার্টমেন্ট অফ সয়েল সাইন্স এন্ড প্লান্ট সাইন্স, ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান, কানাডা এডুকেশন: ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার (জিপিএ, ৩.৯৫/৪.০০, টপ স্কোরার), খুলনা বিশ্ববিদ্যালয়, ২০১০ মাস্টার্স অফ সাইন্স ইন হরটিকালচার (জিপিএ, ৪.০০/৪.০০), বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ২০১২ পিএইচডি ইন এনভায়রনমেন্টাল সয়েল সাইন্স ( জিপিএ, ৪.৫/৪.৫), ইউভার্সিটি অফ ম্যানিটোবা, কানাডা, ২০১৮ (পোস্ট ডক্টোর‍্যাল ফেলো হিসেবে কাজ করেছি প্রায় দুবছর) টিচিং এক্সপেরিয়েন্স: ২০২১ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার পড়ানোর মূল বিষয় সায়েন্টিফিক কমিউনেকেশন। কি ভাবে সায়েন্টিফিক community তে নিজের কাজ প্রেজেন্ট করতে হয়, কিভাবে nonscientific community তে communicate করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন স্কিল বাড়াতে হয়, সিভি রেডি, জব ইন্টারভিউ কিভাবে দিতে হয় ইত্যাদি। এছাড়া renewable resources and environment, প্লান্ট সাইন্স নিয়ে পড়াই। রিসার্চ এক্সপেরিএন্স: কিভাবে পেস্টিসাইড পরিবেশের ক্ষতি করে, কিভাবে দুষণ থেকে পরিবেশকে বাচানো যায়, গ্রিন হাইজ গ্যাস ইমিশন কিভাবে কমানো যায়, মিসইনফরমেশন কিভাবে ঠেকানো যায় ইত্যাদি। উল্যেখযোগ্য Awards: Top 20% instructor award, College of Agbio, University of Saskatchewan Several presentation awards Several National, Provincial and University স্কলারশিপ ইন কানাডা এন্ড বাংলাদেশ। ভলান্টারী কাজ: সোস্যাল জাস্টিস, সমতা প্রতিষ্ঠা, প্যারেন্টিং, হায়ার স্টাডিজ নিয়ে মেন্টরিং করতে ভাল লাগে। সময় নিয়ে কিছু লিমিটেশন আছে: ছোট্ট দুইটা বাচ্চার মা, ওদের বাবা কাজের সুত্রে কানাডা জুড়ে প্রচুর ট্রাভেল করে। বাট আমার সামারের টাইম, উইকেন্ড গুলোতে কাজ করতে পারব ইনশাআল্লাহ। (ক্ষমা করবেন, বাংলা টাইপ নিয়ে struggle করি এখনো, পাশে দুইটাকে সামলাচ্ছি আর লিখছি)

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান