Avatar

মার্জিয়া মিথিলা (প্রকৌশলী)

আমেরিকান ইন্সটিটিউট অফ আর্কিটেক্টস

টমাস জেফারসন বিশ্ববিদ্যালয়

United States

আমি, মার্জিয়া, একজন স্থপতি ও যুক্তরাষ্ট্রের একটি আর্কিটেকচার অফিসে আর্কিটেকচারাল ডিজাইনার-২ ও American Institute of Architects AIA এর New Jersey Chapter এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ও Emerging Professionals Community [EPiC] এর জার্সি চ্যাপ্টারের Director ভূমিকায় দ্বায়িত্বরত আছি।‌ আমি অঙ্গীকার করছি, আমার যতসামান্য পেশাদারি ও একাডেমিক জ্ঞ্যান ও অভিজ্ঞতা, এবং বৈদেশিক উচ্চশিক্ষা ও বুদ্ধিমত্তা দেশের কাজে লাগানোর যেকোন সুযোগ গ্ৰহণ করব, এবং সেটাকে কর্তব্য ভেবে দৃঢ়তা ও নিষ্ঠার সাথে পালন‌ করব। আমি এটাও শপথ করছি যে, উক্ত দায়িত্ব পালন‌ করার ক্ষেত্রে, যেমন স্থাপত্যশিল্প ও রাষ্ট্রগঠনে, কোন অভ্যন্তরীণ রাজনীতি, দূর্নীতি, ও অন্যায়ের সম্মুখীন হলে, তা থেকে ভেগে না গিয়ে তরুনদের দেখানো এই পথ ধরে সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব ও প্রতিবাদ করব। আমি North South University থেকে গ্ৰ্যাজুয়েট ও বাংলাদেশ থেকে ট্রেনিং করে যুক্তরাষ্ট্রে Thomas Jefferson University তে মেধাবৃত্তি সহ Sustainable Design এ মাস্টার্স সম্পন্ন করেছি। ২০২১ এ আমি CREW স্কলারশিপ পাই। বর্তমানে ফুলটাইম স্থপতি পদে জবের পাশাপাশি Harrisburg University of Science and Technology থেকে Project Management এ দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করছি। দেশে ফিরে আমি স্থাপত্যবিদ্যা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে চাই।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, প্রকৌশল, পরিবেশ

দক্ষতার ক্ষেত্র

স্থাপত্য