Avatar

আল মাসরুর খান (গবেষক)

ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়

United States

আমি, মাসরুর, যুক্তরাষ্টের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন (Indiana University Bloomington )এর ইনটিলিজেন্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছি। আমি পিএইচডি প্রথম বর্ষে আছি। সেপ্টেম্বর এই দ্বিতীয় বর্ষে যাব। দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। আমি কম্পিউটার ভিশন, রোবোটিক্স নিয়ে গবেষণা করি। যদি আমার ল্যাবের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান Research collaboration করতে চায় যথাসাধ্য সাহায্য করবো। আমি পিএইচডি, পোস্টডক শেষ করে, দেশে গিয়ে ভিশন ফর রোবোটিক্স পড়াইতে চাই ইনশাআল্লাহ। আমার স্বপ্ন একটা টিম বিল্ড করে রোড একসিডেন্ট কমানোর জন্য সেল্ফ ড্রাইভিং ভেহিকল এর কাজ করা, গার্মেন্টস সেক্টর বা ওয়্যারহাউস গুলার জন্য মোবাইল রোবট ডেভেলপ করা, মিলিটারি এপ্লিকেশনে এর জন্য রোবট ডেভেলপ করা। এই মুহুর্তে যেকোনো অনলাইনভিত্তিক বুদ্ধিভিত্তিক কাজে আমাকে ডাক দিতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো নিজের মাতৃভূমির জন্য নিজের অর্জিত জ্ঞান ব্যবহার করার।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল, তথ্যপ্রযুক্তি