Avatar

অনুপম দেবাশিস রায় (গবেষক )

লন্ডন স্কুল অব ইকোনমিকস

হাওয়ার্ড ইউনিভার্সিটি

United Kingdom

আমি একজন রাজনৈতিক সমাজবিজ্ঞানী। আমার গবেষণার মূল বিষয় গণআন্দোলন। ইন্টারন্যাশনাল এফেয়ার্স কনসেনট্রেশান নিয়ে সম্মানসহ স্নাতক করেছি আমেরিকার ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে, তারপর এখন রাজনৈতিক সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করছি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে আর অক্টোবরে পিএইচডি শুরু করবো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলে রাজনৈতিক অঙ্গনে সরাসরি ভূমিকা রাখতে চাই। নতুন দিনের রাজনীতিতে অংশ নিতে চাই ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বিকল্প নাই বলে দেশের কিছু মানুষ এখনও হাহুতাশ করে, সেই বিকল্প হতে চাই। আমি বিশ্বাস করি আমার মত আরও অনেকে এই বিকল্প গড়ে তোলার কাজ করতে পারবে। বিকল্পের কোন অভাব বাংলাদেশের হবে না। যেই বিকল্প আছে কিনা বলে প্রশ্ন করবে, তাকেই দেখিয়ে দেবো যে আমি আর আমরাই বিকল্প। সূর্যের দিন আসবেই।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

সামাজিক বিজ্ঞান