আমি, নাফিজ বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র। এছাড়াও ইউনিভার্সিটি অফ আমস্টারডামের সোস্যাল মোবিলিটি রিসার্চ গ্রুপে কাজ করছি কো-ইনভেষ্টিগেটর হিসেবে। আমার বর্তমান গবেষণার বিষয় রাজনৈতিক অভিবাসন।গত ১৫ ও ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হবার পর সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো ভাবে দেশে পড়াশোনা শেষে পিএইচডিতে যেয়ে আর দেশে ফিরব না। আমি আমার সিদ্ধান্তের জন্য আন্তরিকভাবে দু:খিত। আমার পড়াশোনা শেষে আমি শিক্ষক হতে চাই, এবং সেটা অবশ্যই দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে। হোক সেটা প্রাইমারি স্কুল বা বিশ্ববিদ্যালয়।আমি কথা দিচ্ছি, আমি আমার গবেষণা হতে লব্ধ তথ্য, জ্ঞান বা উপাত্ত বাংলাদেশের অভিবাসী, বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের অবস্থার উন্নতিতে সর্বোচ্চ ব্যবহার করব।কাজের সূত্রে বেশ কিছু প্রথম সারীর বিদেশি বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক, বন্ধু, ভাই অনেকে পরিচিত আছেন। এই বন্ধুদের আমি দেশের জন্য, পৃথিবীর জন্য একছাদের নিচে আহবান করবো, বাংলাদেশকে গ্লোবাল হাব ফর মাইগ্রেশনাল রিসার্চ বানাবো।আমার অভিজ্ঞতা: আন্ডারগ্রাজুয়েটে আমেরিকার প্রথম সারীর তিনটি বিশ্ববিদ্যালয়ে ফুলরাইড সহ, প্রায় ১৭ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলাম। শারিরীক অসুস্থতার জন্য নিজে যেতে না পারলেও তারপর থেকে এখন পর্যন্ত অনেককে উচ্চশিক্ষা অর্জনে গাইড করেছি। এছাড়াও যদি কেউ কোনো গবেষণা কর্মে সাহায্য চান, কোনো অ্যাকাডেমিক সহযোগীতা চান তা পূরণের সর্বোচ্চ চেষ্টা আমি করেছি এবং করব।
কাজ করতে আগ্রহী
গবেষণা, নীতিমালা
দক্ষতার ক্ষেত্র
সামাজিক বিজ্ঞান