Avatar

তানভীর আহমেদ (গবেষক)

মার্ডক বিশ্ববিদ্যালয়

Australia

আমি, তানভীর আহমেদ, মার্ডক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার একজন খন্ডকালীন প্রভাষক এবং পিএইচডি গবেষক। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার ফাইনান্সের উপর পিএইচ ডি মাঝামাঝি পর্যায়ে। এছাড়াও অস্ট্রেলিয়া থেকেই আমার দুইটি মাস্টার্স ডিগ্রী আছে। একটি ফাইনান্সে রিসার্চ মাস্টার্স।।অন্যটি এডুকেশনের উপর মাস্টার্স। অস্ট্রেলিয়ায় আমি হাইস্কুল থেকে কলেজ পর্যায়ে দুই বছর ম্যাথমেটিক্স এবং সায়েন্স এর টিচিং এ ছিলাম। অস্ট্রেলিয়ার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় কারিকুলাম ডেভেলপমেন্ট, স্টুডেন্ট সাইকোলজি, পেডাগজির উপর আমার extensive experience আছে। বর্তমানে আমি ফাইনান্সে পিএইচডি করছি যেখানে হাই ফ্রিকোয়েন্সি ডাটা এনালিসিস, ডাটা সায়েন্স এবং স্ট্যাটিস্ক্যাল এপ্লিকেশনের উপর আমার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডাটা সায়েন্স এবং ফিনটেক নিয়ে কাজ করতে চাই। আমার বহুমুখী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের রিসার্চ এবং একাডেমিয়ায় অবদান রাখতে চাই।

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

ব্যবসায় শিক্ষা