Avatar

আরিফুর রহমান (গবেষক)

ফর্মুলেশন আর অ্যান্ড ডি

জর্জিয়া বিশ্ববিদ্যালয়

United States

আমি মোহাম্মদ আরিফুর রহমান, একজন ফার্মাসিস্ট, মলিকুলার বায়োলজিস্ট, এবং ফার্মাসিউটিক্যাল সাইন্টিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রিতে মার্স্টাস এবং তারপর পিএইচ.ডি করেছি জাপানের শিজুওকা ইউনিভার্সিটি থেকে।চার বছর পোস্টডক্টরাল গবেষণা করেছি আমেরিকার দুইটি ইউনিভার্সিটি থেকে। ছয় বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছি, বর্তমানে আমেরিকায় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছি বিজ্ঞানী হিসেবে। (জেনেরিক মেডিসিন) গত পনের বছর ধরে লিখেছি ওষুধ নিয়ে, আমেরিকা আসার পর বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে বই লিখেছি। ওষুধের যথাযথ ব্যবহার ও বিদেশে উচ্চশিক্ষা আমার বহুল আলোচিত দুইটি বই। দেশের যেকোন প্রয়োজনে আমি কাজ করতে আগ্রহী, আমি কাজ করতে চাই Pharmaceutical Formulation, Research and Development of Pharmaceutical Drug, Molecular Biology Research নিয়ে, কিভাবে আমেরিকায় দেশী ওষুধ রপ্তানি করা যায় সেগুলো নিয়ে, FDA Approval নিয়ে, আমাদের সিলেবাসে কী কী পরিবর্তন করা দরকার সেগুলো নিয়ে। আমি কাজ করতে চাই তরুনদের সাথে, কিভাবে চাকরির জন্য নিজেকে তৈরি করা, কিভাবে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় আসা যায় সেগুলো নিয়ে। যে কোন দরকারে যোগাযোগ করো আমার সাথে। চলুন দেশটাকে নিয়ে সপ্ন দেখি, দেশটা হোক মেধাবীর। চাকরির জন্য যেন রাজনৈতিক দলের নেতার দরকার না হয়, চাকরি হোক যোগ্যতায়, বিশ্বের দরবারে আমরা মাথা তুলে দাঁড়াবোই।

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান