আমি, তামিম রেজা, মার্কিন যুক্তরাস্ট্রের ইউনিভার্সিটি ওফ মিশিগান থেকে সর্বমোট ২৪টি স্কলার্শিপসহ যন্ত্র প্রকৌশলে (Mechanical Engineering) ব্যাচেলর্স ও পরবর্তীতে চাকুরীরত অবস্থায় কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে গত ছয় বছর আমেরিকার অটোমোটিভ ইনডাস্ট্রি এবং বর্তমানে ৩.৫ লাখ লোকের, বার্ষিক ২০ বিলিওন ডলারের একটি আন্তর্জাতিক/বহুজাতিক তথ্যপ্রযুক্তি কম্পানীতে Sales Director হিসেবে কর্মরত আছি। আমি আমার ইউনিভার্সিটির ছাত্রসংসদে সিনেটর/সংসদ সদস্য হিসেবেও ছাত্রছাত্রীদের গনতান্ত্রিক ভোটে নির্বাচিত হই এবং ছাত্রছাত্রীদের জন্য কাজ করেছি। আমার রিসার্চ অভিজ্ঞতাও আছে এবং পড়াশোনাকালীন আমার ২টি রিসার্চ পেপার জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি আমি একজন উদ্যোক্তা, মেন্টর, স্ট্র্যাটেজিক এডভাইসর ও ইনভেস্টর (বাংলাদেশের স্টার্টাপেও বিনিয়োগ করেছি)। আমি প্রথিতযশা এক সংগীত পরিবারেরও সন্তান।
আমার অভিজ্ঞতা ও ব্যাকগ্রাউন্ড LinkedIn Profile এ দেয়া আছে:
http://TamimReza.com/
কাজ করতে আগ্রহী
প্রকৌশল, ব্যবসা
দক্ষতার ক্ষেত্র
প্রকৌশল