Avatar

সাইফা তাজরিন রাতি (গবেষক)

জর্জিয়া বিশ্ববিদ্যালয়

United States

আমি যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তৃতীয় বর্ষে পড়ছি। বিষয়: সমাজবিজ্ঞান, গবেষণার এরিয়া: জেন্ডা্র-বেইজড ভায়োলেন্স এবং নারীবিষয়ক উন্নয়ন। একই বিশ্ববিদ্যালয় থেকে উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে আমার গ্র‍্যাজুয়েট সার্টিফিকেট আছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্স করেছি। পরবর্তীতে বাংলাদেশের সবচাইতে বড় এনজিও ব্র‍্যাকে সেক্সুয়াল হ্যারেসমেন্ট বিভাগে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। PEO International Peace Scholarship Recipient আমি, পর পর দুই বছরের জন্য। দেশের রাজনীতি নিয়ে স্কুলজীবন থেকে এবং নারী অধিকার নিয়ে আমি কলেজে পড়ার সময় থেকেই সচেতন এবং স্পষ্টবাদী। পড়াশোনা শেষ করে দেশে আসার সুযোগ হলে আমি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে কাজ করতে চাই। এরকম আমার পরিচিত অনেক সুদক্ষ এবং নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট দেশপ্রেমিক অনেক ভাই আছে বোন আছে যারা দেশের জন্য কাজ করতে আগ্রহী। সুতরাং দেশ স্বাধীন হলে প্রাতিষ্ঠানিক রাস্ট্র সংস্কারের প্রয়োজন হলে আমি আর আমাদের মত অনেক বিকল্পই আছি। যদি তখন আমাদের কাউকে না ডাকে, তাহলে বুঝবো যে আমাদের চেয়েও যোগ্য বিকল্প কাউকে তারা পেয়ে গিয়েছে। কিন্তু বিকল্প অবশ্যই আছে, আমরাই বিকল্প!

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

সামাজিক বিজ্ঞান