Avatar

ইশরাত জাহান (গবেষক)

মাহিদোল বিশ্ববিদ্যালয়

Thailand

স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কাজে আসতে চাই। আমি, ইশরাত জাহান, বর্তমানে থাইল্যান্ডে Infectious Disease Research (Tuberculosis) এর উপর PhD করছি। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি অঙ্গীকার করছি, আমার একাডেমিক এবং প্রফেশনাল অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য কোন কাজে আসতে পারলে সেই সুযোগ গ্রহণ করব। সেজন্য আমার বিদেশের মতো লাক্সারি দরকার নাই, জাস্ট সুস্থভাবে পরিবার নিয়ে চলার মত সিচুয়েশান জরুরী। গবেষণা করে না, পড়ানোতে এফোর্ট দেয় না, শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকে না, সর্বোপরি বিবেককে বিক্রি করে দেয় এমন বুমারদের প্রতিবন্ধকতা না থাকলেই হবে। আমি বিদেশে থাকা অন্যান্য একাডেমিশিয়ান এবং প্রফেশনালদেরও দেশ গড়ার এই অঙ্গীকার ঘোষণার আহবান জানাচ্ছি। আপনি এই লেখা কপি + মডিফাই করে আপনার অভিজ্ঞতা যুক্ত করে পোস্ট করুন। আমার অভিজ্ঞতা: আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে "প্রাণিবিদ্যা বিভাগে" অনার্স শেষ করেই ডিরেক্ট PhD তে স্কলারশীপ পেয়েছি। মাইক্রোবায়োলজী এবং ইনফেকশিয়াস ডিজিস সেক্টরে বিগত ৬ বছরের কাজের অভিজ্ঞতা আছে। এডভান্সড বায়োসেফটি লেভেল ৩ ল্যাবরেটরি সহ আধুনিক সকল মাইক্রোবায়োলজিক্যাল টেকনিক্স এ আমি পারদর্শি। ক্যাম্পাস লাইফে আমি আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম এবং RUSC এর প্লাটফর্মে থেকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে বিজ্ঞান প্রচারে কাজ করার ৭ বছরের অভিজ্ঞতা আছে। পাশাপাশি আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে এডভেঞ্চার ট্রাভেল রিলেটেড কন্টেন্ট বানাই এবং মাউন্টেইনারিং এ আমি দক্ষ। কি করতে পারি: ১। রিসেন্ট গ্রাজুয়েট বা ফাইনাল ইয়ারের বায়োলজিক্যাল সাইন্সের স্টুডেন্টদের গাইড করতে পারি বিদেশে হাইয়ার স্টাডিজের ক্ষেত্রে। স্পেশালি যারা হাই এম্বিশাস, খাটতে জানে কিন্তু কিন্তু সামর্থ সীমিত, সেইসব ছাত্রছাত্রীদের স্কলারশিপ/ফান্ডিং পাওয়ার জন্যে গাইড করতে পারি। কিছু মানুষকে এই বিষয়ে টুকটাক হেল্প করার অভিজ্ঞতা আছে। ২। প্রফেশনালি, বাংলাদেশের মেডিক্যাল মাইক্রোবায়োলজি এবং ইনফেকশিয়াস ডিজিস রিসার্চে আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। দেশের ইউনিভার্সিটি অথবা গবেষনা প্রতিষ্ঠানের কোনো একটি রিসার্চ প্রোজেক্ট কে লিড করতে পারি। তরুন গবেষকদের ট্রেনিং দিতে পারি। আমার নেটোয়ার্কিং কাজে লাগিয়ে আমার ফিল্ডের রিসার্চে ফরেন ফান্ডিং এবং গ্রান্ট নিয়ে আসতে পারি। সেই সাথে বিভিন্ন ডিসিপ্লিনের রিসার্চারদের সাথে কোলাবরেশনের মাধ্যমে দেশে-সমাজে উদ্ভুত মাল্টিডিসিপ্লিনারি প্রব্লেম এর সমাধান করতে পারি। ৩। আমি আমার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আমার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং মোটিভেশনের মাধ্যমে লাখো তরুনকে উজ্জীবিত করতে পারি, বিশেষ করে মেয়েদের। Moonshot: দেশ স্বাধীন হলে কিছুদিন দেশে এসে কোন একটা ইউনিতে ফ্যাকাল্টি হতে চাই, অল্প কিছুদিনের জন্য হলেও, পাশাপাশি নিজের পোস্টডক্টরাল স্টাডি কন্টিনিউ করতে চাই। #ReverseBrainDrainBD

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান