Avatar

রাগিব আহসান (গবেষক)

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়

United States

আমি ২০০৯ সালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে এসএসসি, ২০১১ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং ২০১৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগে পিএইচডি করতে আসি। ২০২৩ এর আগস্টে পিএইচডি শেষ করে এখন একই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল রিসার্চ স্কলার হিসাবে কর্মরত আছি। আমার স্পেশালাইজেশন হল সেমিকন্ডাক্টর ডিভাইস ফিজিক্সে। আমার আবিষ্কৃত সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো যে সকল ক্ষেত্রে ব্যবহার করেছি তার মধ্যে আছে: ১. ভ্যাকিউম ইলেক্ট্রনিক্স ২. পার্টিকেল এক্সিলারেটর ৩. ইলেক্ট্রোকেমিক্যাল ফিউয়েল কনভার্শন ৪. আলট্রা-লো পাওয়ার কম্পিউটিং আমার গবেষণার ফলাফল এখন পর্যন্ত Nature Photonics, ACS Nano, Nano Letters, ACS Photonics, Physical Review Applied ইত্যাদি জার্নালে প্রকাশিত হয়েছে। এত লম্বা ভূমিকা দেয়ার উদ্দেশ্য নিজের অভিজ্ঞতা এবং সক্ষমতাকে জানান দেয়া। দেশের আমার মত কারো অভিজ্ঞতার/জ্ঞানের প্রয়োজন হলে আর যদি বুঝি যে আসলেই আমার পক্ষে কোন অবদান রাখা সম্ভব, তাহলে দেশে ফিরে যাব। গাঁটের টাকা খরচ করেও যদি কিছু করতে হয় করব সামর্থ্য অনুযায়ী। #ReverseBrainDrainBd

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা, প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল