Avatar

ডঃ মামুন রশিদ (গবেষক, উদ্যোক্তা)

যুক্তরাষ্ট্র সরকার

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়

United States

আমি ডঃ মামুন রশিদ যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ৮ বছর শিক্ষকতা করেছি। এখন ইউএস গভরমেন্টে ই লার্নিং ডেভেলপার হিসেবে কাজ করি এবং সরকারি মানব সম্পদ ট্রেনিংয়েও দায়িত্বরত আছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার ক্ষুদ্র সামর্থে আমি বর্তমান কর্মস্থল থেকে দীর্ঘ মেয়াদী ছুটি নিয়ে স্বশরীরে দেশে থেকে বিনা পারিশ্রমিকে সেবা দিতে প্রস্তুত আছি। আমি জানিনা আমাদের জীবদ্দশায় এই সুযোগ আর কখনো আসবে কি না। প্রবাসী প্রফেশনালরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্বের হাত বাড়িয়ে দিন। আরেকটা কথা। এইটা দেশকে ফেভার করা না। এটা বহুদিনের জমানো ঋণের সামান্য কিছু শোধ করা মাত্র। আমার দেশ আমার মা।

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান, শিক্ষা