২০১৮তে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। ডিপার্টমেন্টের অবস্থা দেখি। রাজনীতি না করলে শিক্ষক হওয়ার সুযোগ নাই।এটা চোষো, ওটা চাটো। নীলের ভেতরও গাঢ় নীল, হালকা নীল, আসমানি, আর সাদা তো আছেই। কোটা আন্দোলনে মাইর খাই। আমার মা থমথমে মুখে বলেন, থেকোনা এখানে। থাকলে মরে পড়ে থাকবা কোথাও। আমি ইহফাজুল হক। পারি খালি মেডকেম। এয়ারপোর্ট থেকে যদি গুম হয়ে না যাই, পোলাপাইনরে মেডকেম গোলায় খাওয়ায় দিব।
বিদ্র: প্রিয় এক শিক্ষক বলেছিলেন সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পাল্টাইতে। সর্বশেষ দেখামত সিস্টেমই উনারে খেয়ে দিসে পুরা।
বিবিদ্র: মোরাল গ্রাউন্ড পেতে তীব্র গরমে এসি অফ করে টাইপ করলাম।
কাজ করতে আগ্রহী
গবেষণা, শিক্ষা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান