Avatar

রেজোয়ানা মিথুন (প্রকৌশলী)

কানসাস বিশ্ববিদ্যালয়

United States

২০১৩ সালে রানা প্লাজা ধস দেখে ট্রমাটাইজড হয়ে ডিসিশন নিয়েছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং শিখবো, building design এর খুঁটিনাটি জানবো। দেশের বিল্ডিং সেফ বানাবো। আর কোনো বিল্ডিং ধস হতে দিবোনা। ডিগ্ৰীও নিয়েছি আমেরিকা থেকে Structural engineering এ, মাঝে দেশে গিয়ে তাদের design সিস্টেম দেখে হতাশ হয়েছিলাম, বুঝেছিলাম আমি চাইলেও কিছু চেঞ্জ করতে পারবো না একা। দেশের বিল্ডিং কনস্ট্রাকশন চেঞ্জ করার স্বপ্ন এখনো আমার স্বপ্নই। আমি গত ৮ বছর ধরে আমেরিকাতে বিভিন্ন স্টেটে ২০০ এর বেশি building design এ কাজ করেছি। I am a certified Professional Engineer in Structural Engineering (PE) that means I can review and stamp any structural drawing here. This is a huge deal in US which requires knowledge and experiences. Currently I am working on the seismic design of the buildings. But unfortunately I haven’t been able to design any building for Bangladesh yet. আমি কথা দিচ্ছি, যদি সিস্টেম চেঞ্জ হয় আমি বাংলাদেশের building design করার সুযোগ পেলে করে দিবো, টাকা নিব না। and if any civil engineer wants to learn safe building design from me, I will be their free consultant. Let’s build a safe Bangladesh together!

কাজ করতে আগ্রহী

প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল