Avatar

মিনহাজুল ইসলাম রিয়াম (গবেষক )

বন বিশ্ববিদ্যালয়

Germany

আমি, মিনহাজুল ইসলাম রিয়াম, Bonn-Aachen International Center for Information Technology 'র একজন গ্রাজুয়েট স্টুডেন্ট। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলরস শেষ করে দেশের একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি কিছুদিন। বর্তমানে B-It তে অটোনমাস সিস্টেমস (এ আই) তে মাস্টার্স করছি । দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান student exchange/ Research collaboration করতে চায় সাহায্য করবো। মাস্টার্স / পিএইচডির মাঝে একটা গ্যাপ ইয়ার নিতে হয় তাও আমি বিবেচনা করতে রাজি আছি। আমি Bangladesh Physics Olympiad এর একাডেমিক টিম মেম্বার হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। রোবোটিকস ইন্সট্রাক্টর ও মেন্টর হিসাবে বিভিন্ন ক্লাবে কাজ করেছি। এছাড়া কলেজ পর্যায়ে ৭ বছর ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এর টিচিং এ ছিলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কারিকুলাম ডেভেলপমেন্ট, স্টুডেন্ট সাইকোলজির উপর আমার প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় চলমান নোংরামি দূর করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আমি যথেষ্ট সক্ষম।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল