Avatar

ইসমাইল হোসেন (প্রকৌশলী)

United States

২০২১ এ দেশ ছেড়েছি। ছিলাম শিক্ষকতা পেশায়। এখানে স্নাতকোত্তর শেষে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। সবসময় সব আড্ডায় বলে এসেছি বাংলাদেশের আমার জীবন ছিল সপ্নের মত। এই মুহুর্তেই দেশে আসা সম্ভব নয় ব্যাক্তিগত এবং পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য। কিন্তু আমার পেশায় আমি মনে করি দুর হতে অবদান রাখা সবচাইতে সহজ। এবং আমি সবসময়েই মনে করি আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক হওয়ার জন্য। দেশে যে কোন প্রতিষ্ঠানে বিনামুল্যে কম্পিউটার সাইন্স পড়াতে চাই যতদিন দেশে না ফেরা হয়। ছাত্র ছাত্রী দের সাথে গবেষণা নিয়ে কথা বলতে চাই, সপ্ন দেখাতে চাই, এথিক্স শিখাতে চাই। এছাড়া যেসব প্রযেক্টে কাজ করতে চাই: ১) শেয়ার বাজার এর এন্ড লেভেল কাস্টমার অ্যাপ যেখানে পূর্ণবয়স্ক নাগরিক ৫ টাকা দিয়ে আংশিক শেয়ার কিনতে পারবে।(e.g.: Robinhood, WeBull) ২) জায়গা জমি সংক্রান্ত সকল দলিল, নথির অনলাইন অ্যাপ যেখানে নিমিষেই ভেরিফাই করা যাবে মালিক, ক্রয় বিক্রয়ের ইতিহাস, ওয়ারিশ, খাজনা, বন্ধকনামা, এবং মালিকানা হস্তান্তর। আমি আমার যোগ্যতা, জ্ঞান, অভিজ্ঞতা বিলিয়ে দিতে চাই নতুন দেশ গড়ার কারিগর হিসেবে।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

তথ্যপ্রযুক্তি