আমি ডঃ সামিউল আজম সবুজ। ঢাবি থেকে রসায়নে সম্মান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববদ্যালয় পোস্টডক্টরাল সাইনটিস্ট হিসাবে চাকরি করে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রথম সারির ফার্মাসিউটিকেল কোম্পানিতে বিজ্ঞানী হিসাবে চাকরি করছি । আমি সব সময় স্বপ্ন দেখি বাংলাদেশের তরুদদের নিয়ে এবং বাংলাদেশের শিক্ষা নিয়ে। গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা আমাকে মারাত্নকভাবে ব্যথিত করেছে । যারা বিকল্প নাই বলে তাঁদের বলছি আমেরিকা এবং কানাডা থেকে পিএইডি করা অনেক বাংলাদেশি মেধা আছে যা দিয়ে বাংলাদেশে ৫০ টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব ।গত ১৫বছরে যে সমস্ত অযোগ্য লোক শিক্ষামন্ত্রি হিসাবে নিয়োগ পেয়েছে তাঁর পরিবর্তে আমি শিক্ষামন্ত্রি হিসাবে অনেক ভাল হতাম এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নত করতে পারতাম । সৈরাচারমুক্ত বাংলাদেশকে পুননির্মান করতে সবধরনের সহযোগিতা করবো । দেশের ছেলে দেশে ফিরে এসে বাংলাদেশকে পুননির্মান করতে প্রস্তুত ।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান