Avatar

রেজওয়ানুর রহমান (প্রকৌশলী)

মাইক্রোসফট

জাতিসংঘ

Austria

আমি রিজওয়ান, পড়াশুনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে মাইক্রোসফট বাংলাদেশে কর্মরত ছিলাম। সাথে মাইক্রোসফট এর গ্লোবাল সাপোর্ট টীমের টীম লীড (ইউরোপ) হিসেবে কাজ করেছি। বর্তমানে ইউরোপ আছি। আমার নিজের ১টা কোম্পানি আছে বাংলাদেশে। সাথে আমি জাতিসংঘের সাইবার নিরাপত্তা টীমের একজন ইন্ডিপেন্ডেন্ট পলিসি মেকার হিসেবে কাজ করছি। এছাড়াও ২০১৮-২০২০ সময়কালীন কমনওয়েলথ ইউথ ফোরামের এশিয়া প্যাসিফিক টীমের কমিটি মেম্বার হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। আমি এতটুকু বলতে পারি, দেশকে নতুন করে গড়ার জন্য সার্বিক সকল সহযোগিতা করতে আমি সকলের সাথে একাত্মতা প্রকাশ করছি। স্পেশালি আইটি খাতে। প্রতিবন্ধী পকল থেকে আমার আইটি নলেজ ১০০০% বেশি এইটা প্রমাণ করতে আমার ৭ মিনিটও লাগবে না। বিকল্প খুঁজেন? নতুন সূর্য উঠলে যেসব মেধা কষ্টে দেশ ছেড়ে গেছে তারা আবার দেশে ফেরত আসবে দেশকে নতুন করে রঙ করার জন্য! আমি, আমার কোম্পানি এবং আমার সকল কলিগ আজ সিদ্ধান্ত নিয়েছি, এই বীর ছাত্রদের মেধা উন্নয়ন, এবং জব মার্কেটে প্লেসমেন্ট করার জন্য আমাদের সাইড থেকে সকল পেইড কোর্স, ট্রেইনিং, ইভেন্ট এবং ওয়ার্কশপ ফ্রি করে দেওয়া হবে। আমাদের মন মানসিকতার সাথে মিলে এমন সকল ছোট বড় কোম্পানিদের আমরা আহবান জানাচ্ছি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন, হাত মেলান, দরকার পরলে পার্টনারশীপে আসুন। আমাদের সাইড থেকে যা যা পারি আমরা করবো। সাথে আমরা দেশের বাইরের সকল পার্টনারদের সাথে কথা বলা শুরু করেছি, দেশ স্বাধীনের পর কিভাবে আমরা দেশের আইটি খাত আরো মজবুদ করা যায়।

কাজ করতে আগ্রহী

ততথ্যপ্রযুক্তি

দক্ষতার ক্ষেত্র

তথ্যপ্রযুক্তি