পেশা: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, কানাডা
মোটিভেশন:
এই কাজের জন্য আমার থেকে হাজার গুণ যোগ্য ব্যক্তি বিদ্যমান, কিন্তু নতুন এ জোয়ারের অংশ হিসেবে আমি নিজেকে অন্তর্ভুক্ত করতে চাই (মূলত, অন্যদের এই জোয়ারে নিয়ে আসার জন্য)।
সুযোগ পেলে, আমি বিনামূল্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ছাত্র/ছাত্রীদের গবেষণায় যুক্ত করার পন্থা নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামগুলোকে ফুলি ফান্ডেড এবং গবেষণাভিত্তিক করার জন্য প্রকল্পে অংশগ্রহণ করতে আগ্রহী।
অভিজ্ঞতা:
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, কানাডা
২) পোস্টডক্টরাল ফেলো, ইউনিভার্সিটি অফ ক্যালগেরি, কানাডা
৩) পোস্টডক্টরাল ফেলো, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
৪) রিসার্চ স্টাফ, সাস্কাচুয়ান টেলিকমিউনিকেশন, কানাডা
৫) লেকচারার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ
শিক্ষা:
পিএইচডি, ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা
মাস্টার্স, ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান, কানাডা
বিএসসি, ইউনিভার্সিটি অফ চিটাগাং, বাংলাদেশ
উল্লেখযোগ্য অর্জন:
১) প্রফেসর অফ দা ইয়ার, ২০২৩-২০২৪, কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, কানাডা
২) ACM SIGSOFT Distinguished Paper Award, ICSE 2021
৩) বেস্ট পিএইচডি থিসিস অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা
৪) বেস্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা
৫) পিএইচডি আর্লি এচিভমেন্ট অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা
৬) নোমিনেটেড ফর বেস্ট মাস্টার্স থিসিস অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান, কানাডা
৭) প্রথম পজিশন (৩.৮৭/৪), কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ চিটাগাং, বাংলাদেশ
৮) রিসার্চ গ্রান্ট: প্রায় ১ মিলিয়ন ডলার (মাস্টার্স থেকে বর্তমান পর্যন্ত)
লিডারশিপ এক্সপেরিয়েন্স:
১) সভাপতি, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা
২) প্রতিষ্ঠাতা সদস্য এবং ভিপি ইন্টারনাল অ্যাফেয়ার্স, রয়েল বেঙ্গল ক্রিকেট ক্লাব, এডমন্টন, কানাডা
Website: https://shaifulc.github.io/
Email: shaiful.chowdhury@umanitoba.ca
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা, তথ্যপ্রযুক্তি
দক্ষতার ক্ষেত্র
তথ্যপ্রযুক্তি