Avatar

মো: আরিফুল ইসলাম ভূইয়া (উদ্যোক্তা, শিক্ষক )

এটসি

ইউনিভার্সিটি কলেজ ডাবলিন

Ireland

নাম: মো: আরিফুল ইসলাম ভূইয়া একাডেমিক প্রোফাইল: -বিবিএ (সিজিপিএ ৩.৯৬) প্রথম স্থান; এমবিএ (সিজিপিএ ৩.৯৫) প্রথম স্থান; আইবিএ-জেইউ | প্রাইম মিনিস্টার গোল্ড মেডেলিস্ট, বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, ইউজিসি মেরিট স্কলারশিপ, ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। -২য় মাস্টার্স (ইউসিডি স্মারফিট বিসনেস স্কুল, আয়ারল্যান্ড) -প্রফেশনাল চ্যাটার্ড একাউন্টেন্ট (-চ্যাটার্ড একাউনন্টেন্টস আয়ারল্যান্ড) কর্মজীবন: -প্রভাষক ফাইন্যান্স (বাংলাদেশি বিশ্ববিদ্যালয়) -ইনকাম এনালিস্ট (সিটি ব্যাংক এন এ আয়ারল্যান্ড) -অডিট সিনিয়র (Deloitte আয়ারল্যান্ড) -ফাইন্যান্সিয়াল একাউন্টেন্ট (ব্যাংক অফ আয়ারল্যান্ড) -ফাইন্যান্সিয়াল একাউন্টেন্ট (মেটা/ফেইসবুক আয়ারল্যান্ড) -রিজিওনাল লিড একাউন্টেন্ট (Apple আয়ারল্যান্ড) -খন্ডকালীন শিক্ষকতা (Trinity College Dublin) উদ্যোক্তা: -আয়ারল্যান্ড এ নিবন্ধিত দুটো স্টার্ট আপের প্রতিষ্ঠাতা লিডারশীপ: - নির্বাচিত শ্রেনী প্রতিনিধি (বিবিএ, এমবিএ -আইবিএ জেইউ) -গ্রুপ লিডার (ইউসিডি স্মারফিট বিজনেস স্কুল) -ইন্টারনেশনাল স্টুডেন্ট মেন্টর, ইউসিডি স্মারফিট বিসনেস স্কুল) -কনভেনার সার্ক স্টাডি ট্যুর আইবিএ-জেইউ -প্রতিষ্ঠাতা (আইবিএ-জেইউ স্যোসাল ওয়েলফেয়ার ক্লাব) -প্রতিষ্ঠাতা সদস্য (ভূইয়া ফাউন্ডেশন, চান্দিনা) -অসংখ্য ট্যুর, সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক এবং সঞ্চালক স্কিলস এবং বাকী যাবতীয় তথ্য আমার লিংকডইন প্রোফাইলে দেয়া আছে। উপরে বাধ্য হয়েই নিজের গুনকীর্তন করলাম যেহেতু বাংলাদেশে নাকি কোন বিকল্প পাওয়া যাচ্ছেনা তাই। আমি ত্রিশোর্ধ এক ছোট চুনো পুটি কিন্তু দেশে এবং বিদেশে আমার চেয়েও আরো অনেক বেশি যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে যারা বাংলাদেশের প্রতিটি সেক্টরেই বিকল্প হওয়ার যোগ্যতা রাখে। হয়তো কারো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কিন্তু দেশের জন্য ভালোবাসা থাকলে পজিটিভ রাজনীতি শিখতে মনে হয়না খুব বেশি সময় লাগবে কারোর। তাই নিজেরা নিজেদেরকে সব কিছুর উর্ধে ভেবে মানুষকে এই সময়ে এসে বিকল্প নামক জুজুর ভয় দেখাবেন না। সঠিক পরিবেশ পেলে এরকম হাজার হাজার বিকল্প বাংলাদেশকে সার্ভ করতে প্রস্তুত আছে। আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন, আমীন।

কাজ করতে আগ্রহী

ব্যবসা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

ব্যবসা