Avatar

শাফি খান (গবেষক, প্রকৌশলী)

ইনফিনেরা কর্পোরেশন

কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়

United States

আমি শাফি, যুক্তরাষ্ট্রের Carnegie Mellon University থেকে Electrical and Computer Engineering এ PhD ডিগ্রী অর্জন করেছি। এছাড়াও ইউরোপের Karlsruhe School of Optics and Photonics KSOP (KIT) এবং Aix-Marseille Université থেকে মাস্টার্স করেছি। বর্তমানে আমেরিকার পেনসিল্ভানিয়ায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। ব্যক্তিগত অর্জনের খাতায় উল্লেখযোগ্য তেমন কিছু নাই, স্বল্প বুদ্ধির পরিশ্রমী মানুষ আমি। দেশের জন্য ভালবাসা অফুরান। তাই বিকল্পের অভাববোধ হলে সব ছেড়ে ছুড়ে দেশে ফিরে আসতে বিন্দুমাত্র পিছপা হব না। স্বাধীন বাংলাদেশ বিনির্মানে পার্থিব এবং বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত আছি আমরা প্রবাসীরা।

কাজ করতে আগ্রহী

প্রকৌশল, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল