Avatar

ডঃ আল ইমরান (গবেষক)

নাসা - জেপিএল

আরকানসো বিশ্ববিদ্যালয়

United States

আমি ডঃ আল ইমরান যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা)-র জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল)-এ গবেষক হিসাবে কাজ করছি। সৌরজগৎ-এর বিভিন্ন গ্রহ-উপগ্রহ যেমন বুধগ্রহ, মঙ্গলগ্রহ, শনিগ্রহের চাঁদ, প্লুটো ইত্যাদি নিয়ে কাজ করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি কাজে আসতে আগ্রহী। বাংলাদেশের তরুণ প্রজন্মকে মহাকাশ গবেষণায় সহায়তা করতে চাই। তরুণদের একটি মেধাবী আর দক্ষ মহাকাশ গবেষক তৈরিতে কাজ করতে চাই। বাংলাদেশে একটি কার্যকর মহাকাশ গবেষণা ইনস্টিটিউট গড়তে চাই। আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশের পতাকা চাঁদের বুকে স্থাপন করা হবে। In the near future, we will be one of the spacefaring nations in the world! আমার দেশ, আমার মা।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান