আমি পিএইচডি দ্বিতীয় বর্ষে আছি। দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান Research collaboration করতে চায় যথাসাধ্য সাহায্য করবো। আমি গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড একাডেমিক টিমের সাথে অনেক বছর যুক্ত থাকায় শিশু কিশোরদের গণিত ও বিজ্ঞান (ফিজিক্স) শিখানোর ও মেন্টরিং এর অভিজ্ঞতা আছে। এক্টিভ লার্নিং এর মাধ্যমে প্রাথমিক এর শিক্ষার্থীদের আনন্দময় গণিত পাঠদান এর বিষয়ে আমি কাজ করেছি। এছাড়া আমি বাংলায় বিজ্ঞান নিয়ে লেখালেখি করি।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান